শাকিব খানের বিপরীতে নতুন আরেকটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলী। সবকিছু ঠিক থাকলে এটি হবে এ জুটির ১১তম সিনেমা। বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনা সিনেমাটি নির্মাণ করবেন তপু খান। সিনেমার নাম ‘লিডার: আমিই বাংলাদেশ’। ২০ মার্চ থেকে শুরু হবে এ সিনেমার চিত্রায়ণ।
শাকিব খানের বিপরীতে বুবলীর নতুন সিনেমা খবর ছড়িয়ে পড়ায় মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেকে। নেট দুনিয়ার বিভিন্ন গ্রুপে চলছে বুবলীকে নিয়ে আলোচনা। শাকিব খানের বিপরীতে আবারও বুবলী, বিষয়টি মেনে নিতে পারছেন না অনেক শাকিবিয়ান।