ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিদর্শক পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত আদেশে তাদের বদলি করা হয়।
বদলিকৃত কর্মকর্তারা হলেন- ডিএমপির ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আবু সাইদ মিয়াকে বাড্ডা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত), সূত্রাপুর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক শেখ আমিনুল বাশারকে সবুজবাগ থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত), শাহবাগ থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ. মাহাবুর রহমানকে কোতোয়ালী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) ও কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আজগর আলীকে সবুজবাগ থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) হিসেবে বদলি করা হয়েছে।