যেখানে অন্যায়, অনিয়ম, অবিচার কিংবা দুর্নীতি সেখানেই হানা দিয়েছেন তিনি। নানা বেশে, নানা চরিত্রে। সিনেমার পর্দায় নায়ক মান্নাকে দেখা গেছে কখনো বঞ্চিত যুবক, কখনো অসহায় সন্তান, ভাই, প্রেমিক বা স্বামীর চরিত্রে। অসহায় পিতার চরিত্রেও মান্নার অভিনয় হাহাকার তৈরি করেছে দর্শকের অন্তরে।
নানা গল্প-প্রেক্ষাপটে তিনি প্রতিবাদে সোচ্চার চরিত্রে হাজির হতেন অনিয়মের দেয়াল ভেঙ্গে নিয়ম আর ন্যায়ের প্রতিষ্ঠায়। সেসব চরিত্র আজও তার ভক্তদের মুগ্ধ করে। নস্টালজিক করে তুলে। হৃদয়ে জাগায় বেদনা। কারণ পৃথিবীর মায়া ছেড়ে মান্না চলে গেছেন আজ ১৩ বছর হলো। চিত্রনায়ক মান্না ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।