বগুড়ার ধুনট উপজেলার ভাণ্ডারবাড়ি ইউনিয়নের ভুতবাড়ি গ্রামের নূর মোহাম্মাদ একজন লাখপতি গৃহস্থ। তাঁর আছে সেমিপাকা বাড়ি, গোলাভরা ধান, গোয়াল ভরা গরু, চক ভরা জমি, শ্যালো মেশিন আর সিএনজিচালিত অটোরিকশা। নূর মোহাম্মদের স্ত্রী আঁখি খাতুন ভিজিডি তালিকাভুক্ত হয়েছেন। একই গ্রামের কৃষক রফিকুল ইসলামের সেমিপাকা বাড়ি, গরুর খামার ও বন্ধকি জমি রয়েছে। তাঁর স্ত্রী তাহেরা খাতুনের নাম সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর খাদ্য সহায়তা প্রকল্প ভিজিডি (ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট) তালিকায়। প্রতিবেশী মর্জিনা খাতুনের স্বামী শাহীন আলম একজন কাঠ ব্যবসায়ী। তাঁর সেমিপাকা বাড়ি, গবাদিপশু ও ফসলি জমি রয়েছে। মর্জিনার নামও ভিজিডির তালিকায়।