শীতের পালা শেষ, বসন্ত জাগ্রত দ্বারে। কলকাতা-সহ রাজ্যে ক্রমশ বাড়ছে তাপমাত্রার পারদ। ভোর বা রাতের দিকে ঠান্ডার হাল্কা আমেজ থাকলেও শীত কার্যত পাততাড়ি গুটিয়েছে। ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশার দাপট দেখা গিয়েছে। অন্যদিকে, আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম-সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। তবে কলকাতায় বৃষ্টির আপাতত সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।