প্রত্যেক সিরিজে গোলাপি বলে টেস্টের পক্ষে সৌরভ

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৫১

টেস্ট ম্যাচকে জনপ্রিয় এবং বাঁচিয়ে রাখতে হলে প্রত্যেক সিরিজে গোলাপি বলে একটি টেস্ট ম্যাচ আয়োজন করা একান্তই প্রয়োজনীয় বলে মনে করেন ভারতীয় বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। ২৪ ফেব্রুয়ারি থেকে আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে গোলাপি বলে দিনরাতের টেস্ট হবে। সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, ‍‘‍‘আমি মনে করি, প্রত্যেক সিরিজে একটি করে গোলাপি বলের টেস্ট রাখা দরকার। প্রত্যেক প্রজন্মেই নানা ধরনের পরিবর্তনের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে ক্রিকেট। টেস্ট ম্যাচে গোলাপি বল তেমনই এক পরিবর্তনের অঙ্গ। পাঁচ দিনের ক্রিকেটকে সজীব রাখতে গোলাপি বলের টেস্ট আয়োজন করা দরকার।

আশা করছি, আমদাবাদে দর্শকে ভরা স্টেডিয়ামে গোলাপি বলের দিনরাতের টেস্ট সকলে দারুণ উপভোগ করবেন।’’ যোগ করেন, ‘‍‘আমদাবাদ টেস্টের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। সচিব জয় শাহের সঙ্গে কথা হয়েছে। ওর জন্যই আমদাবাদে ফের ক্রিকেট ফিরছে ছ’-সাত বছর পরে। সেখানকার নতুন স্টেডিয়ামের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। টেস্টের পরে টি-টোয়েন্টি সিরিজও
দর্শকপূর্ণ থাকবে।’’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us