কোভিড-১৯ অতিমারির পরিস্থিতির মধ্যেও দেশের অর্থনীতি ইতিবাচক ধারায় রয়েছে। তবে পুনরুদ্ধার পর্যায়ে যেসব চ্যালেঞ্জ রয়েছে, তা মোকাবেলায় সরকারি ও বেসরকারিখাতকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এছাড়া ক্ষতিগ্রস্ত এসএমই উদ্যোক্তাদের জন্য ঘোষিত প্রণোদনা প্যাকেজ দ্রুত বাস্তবায়ন সম্পন্ন করার প্রয়োজন। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘বেসরকারীখাতের দৃষ্টিতে বাংলাদেশের অর্থনীতির বর্তমান ও ভবিষ্যৎ’ বিষয়ক ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন।