কর্মজীবী নারী হিসেবে আপনি কেমন পোশাক পরবেন তা নির্ভর করে মূলত স্থান ও ঋতুর ওপর।একজন কর্মজীবী নারীকে প্রতিদিন কর্মস্থলে গিয়ে কাজ করতে হয়, করপোরেট মিটিং ও প্রফেশনাল ইন্টাভিউতে উপস্থিত থাকতে হয়। সেক্ষেত্রে সবসময়ই এসব মাথায় রেখে পোশাক নির্বচন করার প্রয়োজন পড়ে। একজন কর্মজীবী নারীর পোশাক এমন হওয়া উচিৎ যা কিনা তার ব্যক্তিত্বকে প্রকাশ করে, রুচিসম্মত ও অফিসের পরিবেশের সঙ্গে মানানসয়ী। -