করোনা মহামারির কারণে থমকে যাওয়া প্রাণ ও প্রকৃতি ফের পুরনো রূপে ফিরতে শুরু করেছে। দীর্ঘ এক বছরের ভয়-ভীতি, উৎকণ্ঠা কাটিয়ে মানুষও দিন দিন স্বাভাবিক হচ্ছে। প্রকৃতিতেও এসেছে পরিবর্তন। এই পরিবর্তনের মধ্যেই রবিবার শুরু হচ্ছে ঋতুরাজ বসন্ত মাস। একই দিনে আবার বিশ্ব ভালোবাসা দিবস।
এ দুইয়ে মিলে এবার শিমুল বাগানে উৎসব হচ্ছে, প্রাণে প্রাণে মিলেছে প্রাণ। ফুলের সৌরভে মেতে উঠেছে চারপাশ। গাঁদা ফুলের রঙেই সেজেছে তরুণীরা। পড়েছে বাসন্তী রঙের শাড়ি। খোঁপায় গুঁজেছে শিমুল ফুল, মাথায় টায়রা আর হাতে পড়েছে কাচের চুঁড়ি। তরুণরাও বাসন্তী রঙের পাঞ্জাবি বা ফতুয়া পরে এসেছে শিমুল বাগানে। বাগানের প্রতিটি গাছে এসেছে শিমুল ফুল। বেড়েছে সৌন্দর্য।