ঢাকা বিশ্ববিদ্যালয়: হলুদ রঙে রঙিন হবে না ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) কেন্দ্র করে রাজধানীবাসীর একটি বড় অংশ পয়লা ফাল্গুন উদ্যাপন করে। তাই এই দিনকে ঘিরে ঢাবির আনাচকানাচে উৎসবের ধুম পড়ে যায়। বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে থাকে বাড়তি আয়োজন। চারুকলা অনুষদের পাশের বকুলতলায় ভোর থেকে শুরু হয় সাংস্কৃতিক আয়োজন। ‘বসন্ত এসে গেছে’ কিংবা ‘আহা আজি এ বসন্তে’ গানের সুরে বসন্তকে স্বাগত জানান শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই প্রতিবছর পয়লা ফাল্গুনে বকুলতলার অনুষ্ঠানে গান করেন ঢাবির চারুকলা অনুষদের স্নাতক চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী সানজিদা জেরিন। অনুষ্ঠানের সপ্তাহখানেক আগে থেকে গানের রেয়াজ শুরু করেন তিনি। গত বৃহস্পতিবার যখন মুঠোফোনে কথা হলো তিনি বললেন, ‘এটাই হয়তো আমার বিশ্ববিদ্যালয়জীবনের শেষ বসন্ত। কিন্তু এবারই আর গান করা হচ্ছে না। ক্যাম্পাসে বসন্ত উৎসব হবে না এটা ভাবলেই মন খারাপ হয়ে যাচ্ছে।’