পর্দা করায় মানুষ এখন আগের চেয়ে বেশি রেসপেক্ট করে : সুজানা
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১০:১১
অভিনেত্রী-মডেল সুজানা জাফর অনেকদিন ধরেই মিডিয়ায় দেখা নেই। কিছুদিন আগে সুজানা জানিয়েছেন, এখন তিনি পর্দাশীন হওয়ায় অভিনয়ে ফেরার সম্ভাবনা আর নেই।
মডেল ও অভিনেত্রী সুজানা জাফর বছরের বেশিভাগ সময়ই কা’টান বিদেশে। ইদানীং সুজানা সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে থাকেন। অভিনেত্রী সুজানা নিজের ফ্যাশন হাউজ ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন। দুবাই থেকেই তার সুজানা’স ক্লোজেটের জন্য সামগ্রী নিয়ে আসেন দেশে। তবে নিজেও ডিজাইন করেন অনেক পোশাক। যদিও এখনই নিজেকে পুরাদস্তুর ফ্যাশন ডিজাইনার বলতে নারাজ সুজানা।