হেরে যাওয়া মানে কিন্তু সব সময় হেরে যাওয়া নয়। মাঝেমধ্যে হেরে গিয়েও মানুষ জিতে যায়। গানটি আমি গেয়েছি প্রত্যেক মেয়ের জন্য। তাঁরা যাতে কিছুতেই ভেঙে না পড়েন। সবকিছুই সাময়িক। সুখ আর দুঃখ পাশাপাশি হাত ধরে চলে।