দুই ভাইয়ের মধ্যে একজন পেশায় মাছ বিক্রেতা ও অন্যজন রিকশাচালক। এর আড়ালে দুই ভাইয়ের আছে আরেক পেশা। তারা গোপনে গাঁজা বেচাকেনা করে আসছিলেন। বড় ভাই গাঁজা কিনে আনতেন আর ছোট ভাই তা মাদকসেবীদের কাছে বিক্রি করতেন।
শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার চৌমুহনী কর্ণফুলী মার্কেট বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, ওই এলাকার মো. হানিফ ও তার ছোট ভাই মো. হালিম। ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে।