নিশানায় ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডোভাল, বাড়ির রেকিও করা হয়, দাবি জইশ জঙ্গির

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩২

ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের উপর হামলার ছক কষেছিল পাকিস্তানের জঙ্গিরা। সম্প্রতি শ্রীনগর থেকে ধৃত জইশ জঙ্গি হিয়াদত-উল্লা মালিককে জেরা করে এমনই বিস্ফোরক তথ্য পেয়েছেন তদন্তকারীরা। ২০১৬-র সার্জিকাল স্ট্রাইকের পর থেকেই পাকিস্তানের জঙ্গিদের নিশানার তালিকায় শীর্ষে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

জম্মু-কাশ্মীরের শোপিয়ানের বাসিন্দা হিয়াদতকে ৬ ফেব্রুয়ারি গ্রেফতার করে পুলিশ। জইশ-ই-মহম্মদ জঙ্গিগোষ্ঠীর অন্যতম শাখা লস্কর-ই-মুস্তাফা-র প্রধান হিয়াদত। তদন্তকারীদের দাবি, জেরায় হিদায়ত তাঁদের জানায়, ২০১৯-এর ২৪ মে শ্রীনগর থেকে বিমানে নয়াদিল্লিতে আসে সে। অজিত ডোভালের দফতর এবং বাড়ি এবং সেখানকার নিরাপত্তা সম্পর্কে নানা তথ্য সংগ্রহ করে। ভিডিয়ো করে। এমনকি কী ভাবে তাঁর উপর হামলা চালানো যায়, সেই বিষয়টি নিয়ে হিয়াদত রেকিও করে বলে দাবি তদন্তকারীদের।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us