বাঙালির ইংরেজিয়ানা

প্রথম আলো সারফুদ্দিন আহমেদ প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৩০

‘টু-লেট: চেমি পাকা, ডাবল ও চিগেল ফেমিলি’, ‘ভাই ভাই ভাতের হোটেল অ্যান্ড মোরগ পোলাও রেষ্ঠুরেন্ড’—এই ধরনের সাইনবোর্ড ও বিজ্ঞাপনী পোস্টারে অলিগলির দেয়াল যখন সয়লাব, তখন বুঝতে বাকি থাকে না বাংলা ভাষার পিঠ দেয়ালে ঠেকে গেছে। চিপাচাপা গলিতে লটকানো টিনের সাইনবোর্ডে ভুলভাল ইংরেজি কথা লেখা থাকে বাংলা অক্ষরে। আর গুলশান–বনানীর আলিশান ভবনের ডিজিটাল সাইনবোর্ডে ইংরেজি কথার পাশে যদি কোনো বাংলা নাম থাকেও সেটা বাংলা হরফে থাকে না। থাকে রোমান হরফে।

করোনাভাইরাসেরও টিকা পাওয়া গেছে, কিন্তু এই সব টাল্টুবাল্টু ইংরেজিয়ানার খোসপাঁচড়া থেকে বাংলা ভাষার ছালচামড়া বাঁচানোর প্রতিষেধক এখনো মেলেনি। গোটা সমাজের গা-গতরে গুটিবসন্তের মতো অহেতুক ইংরেজিয়ানা আরোপের রোগলক্ষণ ফুটে উঠছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us