‘৫ কোটি টাকার সম্পদ লুকিয়েছেন’ পাপিয়া ও তার স্বামী
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৩১
অবৈধ সম্পদ অর্জনের মামলায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমনের বিরুদ্ধে অভিযোগপত্র দিতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার কমিশন এই অভিযোগপত্র অনুমোদন দিয়েছে জানিয়ে দুদক সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, এই দম্পতির বিরুদ্ধে ৫ কোটি ৮৪ লাখ ১৮ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
তিনি সাংবাদিকদের বলেন, “শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমনের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে তাদের অপরাধলব্ধ আয়ের দ্বারা পাঁচ কোটি ৮৪ লাখ ১৮ হাজার ৭১৮ টাকার সম্পদ দখলে রাখায় কমিশন চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে।