লভ্যাংশসংক্রান্ত নীতিমালার সংশোধন চায় বিএপিএলসি

প্রথম আলো প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩১

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার লভ্যাংশসংক্রান্ত নীতিমালার চারটি ধারা সংশোধনের প্রস্তাব তুলেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ বা বিএপিএলসি। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলামকে দেওয়া একটি চিঠিতে এ সংশোধনী প্রস্তাব তুলে ধরা হয়।

বিএসইসি গত ১৪ জানুয়ারি শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য লভ্যাংশসংক্রান্ত একটি নীতিমালা জারি করে। সেখানে বলা হয়েছে, কোম্পানি ঘোষিত নগদ লভ্যাংশ পর্ষদ সভায় অনুমোদনের ১০ দিনের মধ্যে সমপরিমাণ অর্থ আলাদা ব্যাংক হিসাবে জমা করতে হবে। পরে সেই অর্থ থেকেই লভ্যাংশ বিতরণ করতে হবে। কিন্তু বিএপিএলসি এ ধারাটি সংশোধনের প্রস্তাব করেছে। তারা বলছে, অনেক সময় কোম্পানির বার্ষিক সাধারণ সভা বা এজিএমে গিয়ে লভ্যাংশ পরিবর্তন হয়ে যায়। তাই এজিএমে অনুমোদনের পরই লভ্যাংশের অর্থ আলাদা ব্যাংক হিসাবে রাখার বিধান করলে ভালো। এ ছাড়া কোম্পানির পর্ষদ সভার পর এজিএম আয়োজনের জন্য তিন মাস সময় থাকে। তাই পর্ষদ সভার ১০ দিনের মধ্যে লভ্যাংশের অর্থ আলাদা ব্যাংক হিসাবে রাখতে হলে তাতে কয়েক মাস ওই টাকা ব্যবসায়িক কাজে ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত হবে কোম্পানি। তাতে কোম্পানির চলতি মূলধন সংকটে পড়ার আশঙ্কা রয়েছে। এমনকি কোম্পানির মুনাফা ও শেয়ারপ্রতি আয়ে (ইপিএস) তার নেতিবাচক প্রভাব পড়তে পারে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us