দুর্নীতি দমন কমিশনের (দুদক) দন্ত থাকা না থাকার বিতর্কটি অনেক পুরোনো। প্রতিষ্ঠানটির একজন সাবেক চেয়ারম্যান নিজেই দুদককে নখদন্তহীন বাঘ বলে অভিহিত করেছিলেন। রোববার সুইস ব্যাংকসহ বিদেশি ব্যাংকে জমা টাকা ফিরিয়ে আনতে দায়ের করা একটি রিট আবেদনের শুনানির সময় বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চও সেই পুরোনো কথাটি স্মরণ করিয়ে দিলেন। তাঁরা বলেছেন, দুদককে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে দন্তহীন বাঘের মতো আচরণ বা দন্তহীন বাঘ হলে চলবে না।