প্রতিশ্রুতি কেন পূরণ হয়নি, সভার আগে কোচবিহারে শাহ-মোদী বিরোধী ব্যানারে জল্পনা
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২১, ১০:৪৮
কোচবিহারে অমিত শাহের সভার আগেই শহর জুড়ে মোদী-শাহ বিরোধী ব্যানার। লোকসভা ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ হয়নি বলে দাবি করে ওই ব্যানারগুলি লাগানো হয়েছে অমিতের সভাস্থলের আশপাশের এলাকায়। ওই সব ব্যানার ঘিরে শহরে কৌতূহল। কারণ ব্যানারে কোনও ব্যক্তি বা সংগঠনের নাম নেই। বিজেপির অভিযোগ তৃণমূলের দিকে। যদিও রাজ্যের শাসক দল অভিযোগ অস্বীকার করেছে।
বৃহস্পতিবার কোচবিহার শহরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা রাসমেলা ময়দানে। সেই সভা ঘিরে সকাল থেকে ভিড় জমিয়েছেন বিজেপি কর্মী-সমর্থকরা। উল্লেখযোগ্য ভাবে নজর কেড়েছে অনন্ত মহারাজের সমর্থকদের ভিড়। বিজেপি সমর্থকদের চেয়েও বেশি ভিড় জমিয়েছেন তাঁরা। গোটা ময়দান ছেয়ে গিয়েছে গেরুয়ার বদলে হলুদ পতাকায়। এ নিয়েও রাজনৈতিক শিবিরে কৌতূহল বেড়েছে।