মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চর আজিম গ্রামের চাষি আমির খানের (৬০) দিন চলত অভাব-অনটনে। পরিবারের সদস্যদের নিয়ে দুঃসহ জীবন যাপন করতেন তিনি। তবে তাঁর দিন পাল্টে গেছে। গাজর চাষে সংসারে এসেছে সচ্ছলতা। তিন ছেলেমেয়েকে পড়াশোনা করিয়েছেন। এক ছেলেকে বিদেশে পাঠিয়েছেন। বাড়িতে থাকার বড় বড় ঘরও করেছেন, জমিও কিনেছেন।
গত সোমবার সকালে খেত থেকে গাজর তুলে বাড়িতে নিয়ে আসেন আমির খান। দুপুরে বাড়ির সামনে শ্রমিকদের সঙ্গে তিনিও গাজর পরিষ্কার করেন। এ সময় কথা হলে তিনি জানান, প্রায় এক যুগ ধরে গাজরের আবাদ করছেন তিনি।