তাপমাত্রা বাড়তে শুরু করায় চলতি মাসের দ্বিতীয় শৈত্যপ্রবাহের ব্যপ্তি অনেকটাই কমে এসেছে। বর্তমানে এটি শ্রীমঙ্গল, পঞ্চগড় ও কুড়িগ্রাম অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেশকিছু অঞ্চলের তাপমাত্রা বাড়তির দিকে। দেশের অধিকাংশ অঞ্চলে শীতের আবহ আরো সাত দিন থাকতে পারে। তারপর থেকে ক্রমাগত তাপমাত্রা বাড়তে থাকবে এবং শীত বিদায় নেবে।