সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের ঘটনায় কালক্ষেপণ না করে জড়িতদের দ্রুত শনাক্ত, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) আয়োজনে এ সমাবেশ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের দশ বছর হলো, অথচ এখনো খুনিদের শনাক্ত করে বিচার হলো না। আমরা এই রহস্য উন্মোচনের দাবি জানাচ্ছি। মানুষ আজ হাসে সাংবাদিক হত্যার বিচার না হওয়ার কারণে। তাহলে সাধারণ মানুষের কী হবে? হত্যার পর খুনিরা সাগর-রুনির বাসা থেকে ল্যাপটপ নিয়ে গেছে। সে ল্যাপটপ উদ্ধার করতে পারেনি তদন্ত সংশ্লিষ্ট ও আইনশৃঙ্খলা বাহিনী। সে ল্যাপটপে কী তথ্য ছিল, তাও উন্মোচন হয়নি।