ষোলো কোটি মানুষ শেখ হাসিনার লোক

জনকণ্ঠ প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২১, ১০:৪৬

সম্প্রতি ‘অল দি প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে আল জাজিরার একটি প্রতিবেদন বাংলাদেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কাতার সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত টেলিভিশনটি গত ১ ফেব্রুয়ারি এক ঘণ্টা দৈর্ঘ্যরে যে তথ্যচিত্রটি প্রকাশ করেছে, সেখানে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মনগড়া মিথ্যা অভিযোগ দাঁড় করানো হয়েছে। এসব অভিযোগের ভিত্তি হিসেবে কয়েক ব্যক্তির দেয়া বক্তব্যকে প্রতিষ্ঠা করার চেষ্টা লক্ষ্য করা গেছে তথ্যচিত্রজুড়ে। তথ্যচিত্রটিকে রসিকজনেরা বড়জোর থ্রিলার ফিল্ম ও রোমাঞ্চকর গোয়েন্দা কল্পকাহিনী বলছেন। প্রকৃত অর্থে এর কোন সংবাদমূল্য নেই। শক্তিশালী ভিত্তি তো নেই-ই। তথ্যচিত্রে যে সকল ব্যক্তিকে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে, যারা সেখানে সরকারের বিরুদ্ধে বলেছেন, তাদের প্রায় প্রত্যেকেই অনেক আগে থেকে বাংলাদেশবিরোধী শক্তির অনুচর হিসেবে স্বীকৃত। দেশের আদালত কর্তৃক দণ্ডিতও। তথ্যচিত্রের স্ক্রিনে সরকারের বিপক্ষে সোচ্চার ব্যক্তিদের কেউ বিএনপির রাজনীতিতে প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িত, কেউ যুদ্ধাপরাধীদের লবিস্ট। এদের মধ্যে কারও আবার বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে রয়েছে পুরনো ক্ষোভ। আলজাজিরার এই তথ্যচিত্রের সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছেন, যাদের স্ক্রিনে দেখা যায়নি। অনুঘটকের ভূমিকা পালনকারীদের অনেকে বিদেশে বসে দিন গুনছেন কবে বিএনপি ক্ষমতায় আসবে! তারা এতবেশি অন্যায়-অনিয়ম করেছেন যে, বিএনপি ক্ষমতায় না এলে তাদের দেশে ফেরার উপায় তৈরি হচ্ছে না।

সবচেয়ে আক্ষেপের বিষয় হলো, তথ্যচিত্রটিকে ঘিরে অনেকে শেখ হাসিনার সরকারের পতন প্রত্যাশা করছেন। তারা হয়তো ভেবেছেন, মিথ্যা তথ্যে ভরপুর একটি তথ্যচিত্রে শেখ হাসিনা সরকারের পতন ঘটে যাবে। পরদিনই বিএনপি-জামায়াত গোষ্ঠী ক্ষমতায় চলে আসবে। আদতে তারা শেখ হাসিনার রাজনৈতিক শক্তির শিকড় সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। তারা জানেন না যে, এদেশের মানুষের জন্য, এদেশের মানুষের মুক্তি আন্দোলনের সবচেয়ে ত্যাগী রাজনৈতিক শক্তির নাম আওয়ামী লীগ। পাকিস্তানী শাসনের নাগপাশ থেকে মানবমুক্তির কারিগর হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই সুকঠিন বন্ধন ছিন্ন করা কোন অপশক্তির পক্ষে আর সম্ভব নয়। বিএনপিসহ অন্যান্য বাংলাদেশবিরোধী শক্তি যে রাজনীতি করে তা এদেশের মানুষ বহু আগে প্রত্যাখ্যান করেছে। মানুষ এখন সত্যিকার অর্থেই উন্নয়ন ও প্রগতির পথে স্বাচ্ছন্দ্যবোধ করছে। শিক্ষা-স্বাস্থ্য, বিজ্ঞান-প্রযুক্তি ও সার্বিক জীবনমানে বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে অভূতপূর্ব উন্নয়ন ও অগ্রগতি দেখেছে, তাতে এখন কোন সচেতন মানুষ চাইবে না যে, দেশ আবারও পিছিয়ে যাক। আমরা দেখছি বিএনপির রাজনীতির অনেক কট্টর সমর্থকও শেখ হাসিনার রাজনৈতিক দর্শনের অনুসারী হতে শুরু করেছে। তারা দেখছে, শেখ হাসিনার পক্ষেই কেবল বাংলাদেশকে এগিয়ে নেয়া সম্ভব।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us