লালমনিরহাট জেলার সদর উপজেলা ও কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার চর অঞ্চলের কয়েক গ্রামের হাজারো মানুষ চিকিৎসা নেন একটি মাত্র কমিউনিটি ক্লিনিকে। নামে কমিউনিটি ক্লিনিক হলেও সেটি নিজেই এখন রোগী পড়েছে। লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের চর বুদারু, ভেরভেরি, বড় বাসুরিয়া, ছোট বাসুরিয়া, কাইম বাসুরিয়া, পেটফিকার চর, সোনাতোলা, খেদাবাগ, ফকির পাড়া, বিদ্যাবাগিস এবং কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেকলী, কাশিয়াবাড়ির চর ও ধনীরাম এলাকার কয়েক হাজার মানুষের ভরসা ছিল ওই বড়বাসুরিয়া কমিউনিটি ক্লিনিকটি।
মঙ্গলবার সকালে বড়বাসুরিয়া কমিউনিটি ক্লিনিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবনের অবস্থা খুবই জরাজীর্ণ। চর অঞ্চলের কয়েক হাজার মানুষের ভরসার ক্লিনিকটি যেন নিজেই রোগী হয়ে দাঁড়িয়ে রয়েছে।