সামরিক সরকারের বিরুদ্ধে মিয়ানমারের রাজধানী নেপিডোতে সবচেয়ে বড় বিক্ষোভ সংগঠিত হয় । বিক্ষোভে শামিল হয় হাজার হাজার মানুষ। শিক্ষক, আইনজীবী, ব্যাংক কর্মকর্তা ও সরকারের বিভিন্ন দপ্তরের কর্মীও এতে অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ।
লাল রঙের পোশাকে মাথায় লাল ফিতা বেঁধে বিক্ষোভকারীরা জোরালো প্রতিবাদ করেন।