মিয়ানমারের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ পোপ ফ্রান্সিসের
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১৫:২৯
মিয়ানমারের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন পোপ ফ্রান্সিস। তিনি গণতান্ত্রিক সম্প্রীতি বজায় রাখতে মিয়ানমারের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার পোপ এ কথা বলেন। রয়টার্সের খবরে জানা যায়, সেন্ট পিটার্স স্কয়ারে দেওয়া বক্তব্যে পোপ ফ্রান্সিস বলেন, তিনি ২০১৭ সালে মিয়ানমার সফর করেছেন। গভীর উদ্বেগের সঙ্গে দেশটির পরিস্থিতি তিনি পর্যবেক্ষণ করছেন।
১ ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থান হয়। এর প্রতিবাদে ও অং সান সু চির মুক্তি দাবিতে দেশটিতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করছে।