নাহিদ হাসান, ঢাকা আগামীতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের অটোপাসের সুযোগ নেই বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক নেহাল আহমেদ। জাগো নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। চেয়ারম্যান বলেন,
‘ইতোমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার জন্য পরিচ্ছন্নতাসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। করোনাভাইরাস পরিস্থিতির যেভাবে উন্নতি হচ্ছে এই ধারা অব্যাহত থাকলে শিগগিরই ক্লাসে ফেরা সম্ভব হবে। অটোপাসের চিন্তা না করে শিক্ষার্থীদের পড়ায় মনোযোগী হতে হবে।’ তিনি বলেন, ‘অটোপাস দেয়ার সুযোগ নেই।