প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৫৭৮ রানের পাহাড়। জবাবে ৭৩ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত। সেখান থেকে চেতেশ্বর পূজারা আর রিশাভ পান্তের লড়াই। এই লড়াইয়ে তারা দলকে বিপদ থেকে বাঁচালেও এখনও কঠিন পথ পাড়ি দিতে হবে স্বাগতিকদের। চেন্নাই টেস্টে যে ফলোঅনের শঙ্কাই কাটেনি ভারতের।
৬ উইকেটে ২৫৭ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে বিরাট কোহলির দল। এখনও পিছিয়ে ৩২১ রানে। অর্থাৎ ফলোঅন এড়াতে হলেও বাকি ৪ উইকেটে আরও ১২২ রান করতে হবে স্বাগতিকদের। জোফরা আর্চার আর ডম বেস ভারতীয় ব্যাটসম্যানদের নিয়ে খেলেছেন।