সারাদেশে প্রায় ১ লাখ ৬০ হাজার জন সংরক্ষিত বনভূমি ও অন্যান্য বনভূমি দখল করেছেন। এর মধ্যে জবরদখল করা ১ লাখ ৩৮ হাজার ৬১৩.০৬ একর সংরক্ষিত বনভূমি; দখলদারের সংখ্যা ৮৮ হাজার ২১৫ জন। এছাড়া ১ লাখ ১৮ হাজার ৫৪৫.৭৮ একর অন্যান্য বনভূমির দখলদারের সংখ্যা ৭২ হাজার ৩৫১ জন। রোববার (৭ ফেব্রুয়ারি) সংসদ ভবনে অনুষ্ঠিত পরিবেশ,
বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৮তম বৈঠকে এ তথ্য জানানো হয়। অবৈধভাবে দখল করা বনভূমি উদ্ধারে একটি প্ল্যান অব অ্যাকশন গ্রহণ করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।