ভারতের মুম্বাইয়ের পালঘরে নৌবাহিনীর এক জওয়ানকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যাওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই তার মৃত্যু হয়। দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহত সৈনিকের নাম সুরজ কুমার। পালঘরের একটি জঙ্গল থেকে ৫ ফেব্রুয়ারি সুরজকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় গ্রামবাসীরা। পুলিশ এসে তড়ঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করে। কিন্তু সুরজকে বাঁচানো যায়নি।
ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃত্যুকালীন জবানবন্দিতে সুরজ জানিয়েছিলেন, বিমানবন্দরের সামনে থেকে তাকে অপহরণ করা হয়। তারপর অপহরণকারীরা তার পরিবারের কাছে ১০ লাখ টাকা দাবি করে।