কলকাতায় তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব শুরু

প্রথম আলো প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩২

বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, চলচ্চিত্র জীবনের কথা বলে। চলচ্চিত্র মানুষকে হাসায়-কাঁদায়। চলচ্চিত্র সমসাময়িক কালকে সংরক্ষণ করে। এই চলচ্চিত্র দুই দেশের বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করতে পারে। আজ শুক্রবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গে কলকাতার সাংস্কৃতিক কেন্দ্র নন্দনে ‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধুর গড়া চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন বাংলাদেশের চলচ্চিত্রে প্রাণের সঞ্চার করে। এগিয়ে যায় বাংলা চলচ্চিত্র। সেই ধারাবাহিকতা এখনো চলছে। বাংলা চলচ্চিত্রে সুদিন ফিরে আসছে। আমাদের ভ্রাতৃপ্রতিম দুই দেশ আজ যৌথ প্রযোজনায় ছবি নির্মাণ করছে। বিনিময় হচ্ছে আমাদের দুই দেশের ছবি। এটা আমাদের দুই দেশের গর্বের বিষয়।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us