রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত এক সপ্তাহে দেশটির রাডার স্টেশনগুলো রাশিয়ার আকাশসীমার কাছে ৩৩টি বিদেশী সামরিক-গোয়েন্দা বিমান ও আটটি ড্রোনের উপস্থিতি শনাক্ত করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এক ঘোষণায় বলেছে,
এসব বিমান শনাক্ত করার একটি ঘটনায় রাশিয়ার আকাশসীমা লঙ্ঘন হয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য একটি রুশ মিগ-৩১ জঙ্গিবিমান আকাশে উড্ডয়ন করতে বাধ্য হয়। গত শুক্রবার এ ঘটনাটি ঘটে যেখানে নরওয়ে বিমান বাহিনীর একটি গোয়েন্দা বিমানকে শনাক্ত করার পর সেটির গতিবিধি নজরে রাখতে রাশিয়ার মিগ-৩১ বিমান আকাশে ওড়ে।