কারাগারগুলোর অনিয়ম ও দুর্নীতির খবর কীভাবে গণমাধ্যমে বা সাংবাদিকদের কাছে যায়, তা নিয়ে তদন্ত শুরু করেছে কারা অধিদপ্তর। যদিও দিনের পর দিন ঘটে যাওয়া নানা অনিয়মের ঘটনায় জড়িত দোষী ব্যক্তিদের দৃশ্যমান শাস্তি দেওয়ার নজির নেই বললেই চলে।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ বন্দী হল-মার্কের মহাব্যবস্থাপক তুষার আহমদ বিধি লঙ্ঘন করে এক নারীর সঙ্গে সময় কাটানোর ঘটনার ভিডিও ফুটেজ কীভাবে গণমাধ্যমে গেল এবং কীভাবে গণমাধ্যম কারা অভ্যন্তরের দাপ্তরিক নথিপত্র পায়, তা অনুসন্ধান করতে তিন সদস্যবিশিষ্ট কমিটি করেছে কারা অধিদপ্তর। এর আগে কখনো এমন তদন্ত কমিটি গঠন করা হয়নি।