পণ্য বিক্রিতে অনিয়ম : ৮১ প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২১, ০৩:৫৩
সারাদেশে ফার্মেসিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান চালিয়ে ভোক্তার স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে জড়িত থাকায় ৮১ প্রতিষ্ঠানকে ৫ লাখ ৯৯ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বৃহস্পতিবার বিজ্ঞপ্তিতে ভোক্তা অধিদফতর জানায়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে ঢাকা মহানগরীর কাঁঠালবাগান এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল, ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাগফুর রহমান ও মাহমুদা আক্তার।