বিকাশে বিল দেওয়ার তথ্য সংরক্ষণে ৫০ টাকা ক্যাশব্যাক পাওয়ার সুযোগ
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২১, ০৩:১৭
বিকাশ অ্যাপ দিয়ে বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেটসহ যে কোনো ইউটিলিটি বিল দেওয়ার সময় বিলের তথ্য সংরক্ষণ করে ৫০ টাকা পর্যন্ত ক্যাশ ব্যাক পেতে পারেন গ্রাহক।
বিকাশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাপে নিজের বা প্রিয়জনের বিলের তথ্য সংরক্ষণ করে রাখলে প্রয়োজন মতো বিলের পরিমাণ চেক করা ও পরিশোধ করার সুবিধা পাওয়া যাবে। ফলে প্রতিবার ইউটিলিটি বিলের কাগজ খুঁজে অ্যাকাউন্ট নম্বর টাইপ করার প্রয়োজন হবে না। কেবল ‘পে বিল’ আইকন থেকে ‘সেভ করা অ্যাকাউন্ট’ অপশন ট্যাপ করে সহজেই বিল পরিশোধ করা যায়।