আংশিক বিভ্রাটের শিকার অ্যাপল সেবা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৪৫

আংশিক বিভ্রাটের শিকার হয়েছে আইক্লাউড ড্রাইভ এবং মেইলের মতো কিছু অ্যাপল সেবা। “গ্রাহক সম্ভবত এই সেবা ব্যবহার করতে পারবেন না” এমন বার্তা দিয়ে বিষয়টি স্বীকার করেছে প্রযুক্তি জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি।

প্রতিবেদনে প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, বুধবার দিনের শেষ ভাগে বিভ্রাটের শিকার হয়েছে আইক্লাউড ফটোস, ড্রাইভ, মেইল, নোটস, কনট্যাক্টস, ফাইন্ড মাই এবং ব্যাকঅ্যাপ-সহ অ্যাপলের অন্যান্য সেবা।

বৃহস্পতিবার আপডেটেড ড্যাশবোর্ডে অ্যাপল জানিয়েছে, অ্যাপল মিউজিক, ড্রাইভ, ব্যাকআপ, মেইল, নোটস, আইমেসেজ, আইটিউনস স্টোর, ফটোস, ক্যালেন্ডার ইত্যাদির সমস্যা সমাধান হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us