ত্বক শরীরের সবচেয়ে বৃহত্তম অঙ্গ যার সঠিক যত্ন এবং পুষ্টির প্রয়োজন অথবা এটি নিস্তেজ এবং প্রাণহীন দেখাতে পারে। সাবান ত্বকের জন্য ক্ষতিকর বলে মনে করা হয়। সাধারণ সাবান ত্বকের প্রাকৃতিক তেল কেটে ত্বককে শুকনো এবং নিস্তেজ করে ফেলে।
ভুল সাবান ব্যবহারের ফলে ত্বকের বিভিন্ন সমস্যা যেমন: শুষ্কতা, লালচে হওয়া, ব্রণ, দাগ এবং জ্বালা হতে পারে। তবে আয়ুর্বেদিক সাবানে রয়েছে প্রাকৃতিক উপাদান এবং ওষধিগুণ। ক্ষতিকারক রাসায়নিক পদার্থ না থাকায় ত্বকের সমস্যা হ্রাস করতে সহায়তা করে।