নিজেদের ব্র্যান্ডেড ডেলিভারি ভ্যানে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ভিডিও ক্যামেরা ইনস্টলের পরিকল্পনা করেছে অ্যামাজন। ই-কমার্স জায়ান্ট খ্যাত প্রতিষ্ঠানটি বলছে, গোটা ব্যাপারটি চালক এবং সরবরাহের আওতায় থাকা কমিউনিটির সুরক্ষা নিশ্চিত করবে।
নিজেদের সরবরাহ বহরে ক্যামেরা নির্ভর সুরক্ষা প্রযুক্তি দেওয়া শুরু করেছে অ্যামাজন। বুধবার এক ইমেইল বিবৃতিতে এ খবর জানিয়েছে প্রতিষ্ঠানটি। “চালকরা যখন রাস্তায় থাকবেন, তখন এ প্রযুক্তি রিয়েল-টাইম সতর্কতা জানিয়ে সুরক্ষিত থাকতে সহায়তা করবে।” – লেখা হয়েছে বিবৃতিটিতে।