মাগুরায় শীতে ডায়রিয়ার প্রকোপ, শিশুরা বেশি আক্রান্ত
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৩২
মাগুরায় শীত জনিত রোগ ডায়রিয়ার প্রকোপ বেড়েছে; এতে শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে। মাগুরা ২৫০ শয্যা হাসপাল কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন প্রায় দেড় শতাধিক শিশু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। যার মধ্যে অধিকাংশই ডায়রিয়ায় আক্রান্ত। এ হাসপাতালে কথা হয় শহরের নিজনান্দুয়ালির রনি রহমানর সঙ্গে।
তিনি বলেন, শীতজনিত ডায়রিয়া,বমি, জ্বর, ঠান্ডা, কাশিতে আক্রান্ত শিশুদের চিকিৎসা করাতে অনেকেই সরকারি হাপাতালে এসেছেন। কিন্তু শিশু ওয়ার্ডে শয্যা সংখ্যা কম হওয়ায় তাদের স্থান হয়েছে মেঝেতে।