হাসান হাফিজুর রহমানের ‘অমর একুশে’ নামে একটি কবিতা আছে। কবিতাটিতে কবি একটি চরণে বায়ান্নর ভাষা আন্দোলনে শহীদ বরকত, সালাম, রফিক, জব্বারের নাম উচ্চারণ করে বলেছেন, ‘কি আশ্চর্য, কি বিষণ্ণ নাম!’ কবিতাটিতে ওই নামগুলো আর বাংলা ভাষা যেন সমার্থক হয়ে উঠেছে।