কুয়াশার আঁচল সরে যাচ্ছে। সকাল সকাল ঝলমলে মিঠে রোদ এসে আলো আর উষ্ণতায় ভরিয়ে দিচ্ছে চরাচর। তাতে কেটে যাচ্ছে শীতের জড়তা। আড়মোড়া ভেঙে কাজে বেরিয়ে পড়ছে মানুষ। দিনের শুরু থেকেই কর্মচাঞ্চল্য ফিরে পাচ্ছে সারা দেশ। শৈত্যপ্রবাহের খানিকটা রেশ রয়ে গেলেও ক্রমেই উষ্ণ হয়ে ওঠা প্রকৃতি জানিয়ে দিচ্ছে সামনেই বসন্ত দিন।আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে দেখা যাচ্ছে, গত ২৭ জানুয়ারি থেকে শুরু হওয়া শৈত্যপ্রবাহের তীব্রতা এখন অনেকটা কমে এসেছে। আওতাও ছোট হয়ে এসেছে।