রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের অভয়নগর গ্রামের কৃষক ভূপেন্দ্রনাথ মন্ডল। লাভের আশায় এবার বেশি করে পেঁয়াজের আবাদ করেছেন। এক মণ মুড়িকাটা উৎপাদন করতে তার খরচ হয়েছে ১৩০০ থেকে ১৫০০ টাকা। এখন পেঁয়াজ বিক্রি করতে এসে প্রতি মণে লোকসান হচ্ছে প্রায় ৫০০ টাকা।
ভূপেন্দ্রনাথ মন্ডলের মতো নতুন মুড়িকাটা পেঁয়াজের প্রত্যাশিত দাম পাচ্ছেন না বলে অভিযোগ রাজবাড়ীর প্রান্তিক পেঁয়াজ চাষিদের। উৎপাদন খরচের চেয়ে বর্তমান বাজার মূল্য অনেক কম বলেও তারা জানান।