পাবনায় নির্মাণাধীন মসজিদের মাটির নিচে পাওয়া গেল ‘হ্যান্ড গ্রেনেড’

ডেইলি স্টার প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩৮

পাবনায় নির্মাণাধীন মসজিদের জন্য মাটি খুঁড়তেই পাওয়া গেল পুঁতে রাখা হ্যান্ড গ্রেনেড। গতকাল সোমবার বিকেলে পাবনার সুজানগর উপজেলার চরদুলাই দক্ষিণপারা এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে পুরনো ও মরচে ধরা পাঁচটি হ্যান্ড গ্রেনেড দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ। তাদের ধারণা, সন্ত্রাসীরা হ্যান্ড গ্রেনেডগুলো মাটিতে পুঁতে রেখেছিল।

বিষয়টি নিশ্চিত করে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুদ্দোজা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সুজানগর উপজেলার চরদুলাই দক্ষিণপারা এলাকার মোল্লা বাড়ির কাছে শ্রমিকরা গতকাল বিকেলে একটি নির্মাণাধীন মসজিদের মাটি খনন করছিল। মাটি খনন করার এক পর্যায়ে কয়েকটি হ্যান্ড গ্রেনেড দেখতে পায় শ্রমিকরা। আতঙ্কিত হয়ে শ্রমিকরা কাজ বন্ধ করে দেয়।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us