ভারতীয় বিশ্ববিদ্যালয়ের ৪১ হাজার সনদের মধ্যে ৩৬ হাজারই ভুয়া!
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২১, ১১:২৯
ভারতের হিমাচল প্রদেশের একটি বিশ্ববিদ্যালয় অন্তত ৩৬ হাজার ভুয়া সনদ বিক্রি করেছে বলে প্রমাণ পেয়েছে বিশেষ তদন্তকারী দল। এ অপকর্মে জড়িত বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ও তার পরিবারের কয়েকশ’ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
খবর টাইমস অব ইন্ডিয়ার। জানা যায়, হিমাচলের সোলান শহরের মানব ভারতী বিশ্ববিদ্যালয়ে ঘটেছে এমন নজিরবিহীন ঘটনা। গত ১১ বছরে বিশ্ববিদ্যালয়টি প্রায় ৪১ হাজার সনদ ইস্যু করেছে। এর মধ্যে মাত্র হাজার পাঁচেক আসল প্রমাণিত হয়েছে।