শনিবার দেশজুড়ে ৩ ঘণ্টার চাক্কা জ্যামের ডাক কৃষকদের

এইসময় (ভারত) প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২১, ১০:১৯

তাঁদের উপর পুলিশি হেনস্থা চলছেই, বিক্ষোভস্থলে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা, জল ও বিদ্যুৎ সংযোগও কেটে দেওয়া হচ্ছে। নানা ভাবে কণ্ঠরোধের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে এ বার দেশজুড়ে 'চাক্কা জ্যাম' কর্মসূচি কৃষকদের।

শনিবার, ৬ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে তিনটে অবধি দেশজুড়ে সব জাতীয় ও রাজ্যসড়ক আটকে প্রতিবাদ দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন কৃষকরা। এর মধ্যে সোমবার টুইটার প্রায় আড়াইশো অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ায় কৃষকদের ক্ষোভের (Farmers Protest) আগুনে ঘি পড়ে। সংযুক্ত কিষান মোর্চার অভিযোগ, কৃষকদের সমর্থনে এবং কৃষি আইনের বিরুদ্ধে যে সব অ্যাকাউন্ট থেকে টুইট করা হয়েছিল, বেছে বেছে বন্ধ করা হয়েছে সেই অ্যাকাউন্টগুলোই। বিতর্কের মুখে সন্ধের দিকে অ্যাকাউন্টগুলো ফের আনলক করার কথা ঘোষণা করে টুইটার।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us