স্কটিশ সফটওয়্যার প্রকৌশলী মাইকেল কিলিয়েনের হাতে হয়তো অঢেল সময় ছিল। নয়তো বাইসাইকেলের এমন উদ্ভট নকশা মাথায় এল কেন! মাথায় উদ্ভট চিন্তা আসতেই পারে। তবে তা বাস্তবে রূপ দেওয়া কিন্তু সহজ কথা নয়। ২০০৫ সালে সেটাই করে ছেড়েছেন মাইকেল। স্কিং করার বোর্ড থেকেই নাকি এমন সাইকেল বানানোর চিন্তা মাথায় আসে তাঁর। প্রচলিত সাইকেলে আমরা দুই পা সামনে-পেছনে করে প্যাডেল চালাই, তাকিয়ে থাকি সামনে। আর এই সাইকেল চালাতে হয় মাঝখানে বসে, ডান দিকে মাথা ঘুরিয়ে। মাথা ঘুরানোর মতো বাইসাইকেল বটে!