বিদেশে যে কোনো সরকারি চাকরি বা পাবলিক ইউনিভার্সিটির চাকরিতে যোগদানপত্র স্বাক্ষরের আগে একটি শপথ নামায় স্বাক্ষর করা পূর্বশর্ত। সেখানে স্পষ্টাক্ষরে লেখা থাকে, চাকরিকালীন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতিতে অংশ নেয়া যাবে না। সেই চাকরি যদি হয় মেডিকোলিগ্যাল সেবায় যারা জড়িত তাদের জন্য তবে,
সেখানে বলা থাকে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতিতে অংশ নেয়া ফরবিডেন। এই পার্থক্যই বলে দেয় মেডিকোলিগ্যাল সেবায় যারা নিয়োজিত তারা দল বা স্বজনপ্রীতিতে যুক্ত হলে বিচারব্যবস্থায় তার প্রভাব পড়তে পারে এবং সেটি এড়াতেই চাকরির শুরুতে এ ব্যবস্থা।