গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বেশ কয়েকবার উটপাখি ডিম দিয়েছিল। প্রাকৃতিকভাবে ডিম দেয়ার পর উটপাখিগুলো ডিমে পর্যাপ্ত তাপ না দেয়ায় ডিম ফুটে বাচ্চার জন্ম হচ্ছিল না। এ নিয়ে ভাবনায় পড়েন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।
নিজ উদ্যোগে ডিসেম্বর মাসে নোয়াখালীর সাইফুল ইসলামের তৈরি একটি ইনকিউবেটর ১৩ হাজার টাকা দামে সংগ্রহ করেন। পরে ইনকিউবেটরটি পার্কে স্থাপন করে চলতি মৌসুমে উটপাখির কিছু ডিম সংগ্রহ করে তিনি ইনকিউবেটরে দেন। সেখান থেকেই ডিম ফুঁটে বের হয়ে আসে উটপাখির চার ছানা।