৪ দফা দাবিতে কারিগরি শিক্ষা বোর্ড ঘেরাও শিক্ষার্থীদের
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৫৪
করোনার সময় শিক্ষার ক্ষতি পুষিয়ে নিতে চার দফা দাবিতে কারিগরি শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ করেছেন বিভিন্ন পলিটেকনিকের শিক্ষার্থীরা।সোমবার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে কারিগরি শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ শুরু করলে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়।
বিক্ষোভকারীরা জানান, করোনার মধ্যে দেশজুড়ে শিক্ষার্থী ও তার পরিবারের আর্থিক অবস্থার অবনতি হয়েছে। এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের জন্য সেমিস্টার ফি ও অতিরিক্ত ফি প্রদান অসম্ভব হয়ে পড়েছে। শিক্ষার্থীদের অনেকেরই ঝরে পড়ার আশঙ্কা করছেন। এজন্য অতিরিক্ত ফি আদায় ও সেমিস্টার ফি আদায় চরম অমানবিকতার পরিচয়। অবিলম্বে সেমিস্টার ফি ও অতিরিক্ত ফি মওকুফের দাবি জানান তারা।