বাজেট বক্তৃতায় কবিগুরু, রবীন্দ্রনাথকে উদ্ধৃত করে শুরু অর্থমন্ত্রীর
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২১, ১৩:০০
করোনাকালের মধ্যে প্রথমবার আজ বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বক্তৃতার শুরুতেই 'নজিরবিহীন বাজেট' ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। স্বাধীনতার পর প্রথমবার মন্দা চলাকালীন বাজেট বেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এছাড়াও পশ্চিমবঙ্গ, তামিলনাড়ুর মতো রাজ্যে নির্বাচনের আগে সংশ্লিষ্ট রাজ্যগুলির জন্য বরাদ্দও নির্মলা সীতারমনের বাজেট-উল্লেখে নজর কাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আর এই জল্পনার শুরুতেই বাজেট বক্তৃতার প্রথমেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে উদ্ধৃত করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
'নজিরবিহীন' বাজেটের শুরুতেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে উদ্ধৃত করে অর্থমন্ত্রী বলেন, 'বিশ্বাস এমনই পাখি যা ভোর যখন অন্ধকার, তখনও আলো অনুভব করে।' কবিগুরুকে উদ্ধৃত করার পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রী মনে করিয়ে দেন, 'এখন নতুন যুগের শুরু, যেখানে ভারত আশা ও প্রতিশ্রুতির এক উপযুক্ত স্থানে রয়েছে। ' যা শুনে টেবিল চাপড়ানোর আওয়াজ আসে ট্রেজারি বেঞ্চ থেকে। প্রসঙ্গত, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দুঃসময়’ কবিতা থেকে ওই উক্তিটি উদ্ধৃত করেছেন অর্থমন্ত্রী সীতারমন।